এখনো তুমি স্বরণে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এখনো তুমি স্বরণে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
*************************
তুমি অপলক চাহিয়াছিলে শুধু- দূর শৈল-শিরে,
তবু স্কুল প্রাঙ্গণে তোমারে খুঁজেছি শুন্যতার পিঞ্জরে।
খেলার মাঠে শ্রেণী কক্ষে কত যে দেখেছি কায়া,
কত যে চেয়েছি মুছে দেই তোমারে, মুছে দেই ছায়া!
তবু মুচকি হেসে ফুটেছিলে একান্তে নিরালা কাননে,
বকুলের মালা হয়ে এসেছিলে প্রাণে বিপুল শিহরণে।
আজো জানি না, সত্যি আমি জানি না কি কারণে!
হে স্কুলের সাথী, হে প্রাণের তরঙ্গ! এখনো তুমি স্বরণে!
সেই বিকেলে তোমারে দেখেছি খেলার মাঠে উজ্জীবন,
জানালার দ্বারে কিংবা ফুল কাননে- ঘন বরষার শ্রাবণ।
এখনো দিকে দিকে তোমারে খুঁজে ফেরে উচাটন মন,
কৈশোরের উম্মদনা বুঝিনি,তবু তুমি স্বরণে হৃদয় চরনে।
---------------------------------------------------
২৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।