শুভ নব পুঞ্জিকা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুভ নব পুঞ্জিকা
কলমেঃমোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্
তারিখঃ ২৮-১২-২০২৪ ইং
--------------------------------
পুরাতনকে আজকে পর করিলে তুমি- হে সময়,
নব সূর্যের আলোকে আপনাকে করিলে উদয়!
পুরাতন আবাস ছেড়ে নবীণের খুঁজে এই ভুবন,
তুমি যুদ্ধের কবিতা রচিছো নব স্বপ্নের কানন।
পুরাতন নহে কোন সুর নহে কোন বিপ্লবী গান,
আসন্ন বিপ্লবে তুমি -নব যোদ্ধা -নব পালোয়ান।
ওগো শুরু করো আগামীর যুদ্ধ নব কল্লোলে
নব বর্ষের নব কিরণে এই পৃথিবীর হিল্লোলে।
আনন্দ সম্ভারে বিজয় কেতন উড়াও নিখিল,
শুভ নব পুঞ্জিকা, শুভ নব বর্ষ-২০২৫ইং সাল।
----------------------------------------------
২৮-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।