ওগো পুস্পিত হও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ওগো পুস্পিত হও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
আজ যে উম্মাদের মত করিতেছো কোলাহল,
এতো থমকে যাবে আগামীর দিন লয়ে দলবল।
এমন কিছু রেখে যাও পৃথিবীর প্রাঙ্গনে-
যে কর্ম্ মৃত্যুঞ্জয়ী রূপে থাকিবে ভুবনে।
ওগো পুস্পিত হও পলাশগুচ্ছে কাঞ্চনে পারুলে,
এই নিখিলের প্রাঙ্গনতলে সভ্যতার পাল তুলে।
ওগো,তোমারে ডাকিছে নবীণ পল্লবে বনে বনে,
হৃদয় উজার করে প্রেম দাও মানবতার চুম্বনে।
চেয়ে দেখ কত প্রাণ নিঃশব্দে অশ্রু ঝরায় নির্জনে,
অসভ্যতার রাহু গ্রাসে সভ্যতা মরিতেছে এখানে।
সূর্য্ মূর্ছিত হয়ে নীলিমায় ডুবিতেছে অসীম গগণে,
এর চেয়ে শুন্যতা কি আছে অনিমেষে জগত পানে?
ওগো পুস্পিত হও শুভ্র বনমল্লিকার বসবাস,
পৃথিবীকে দিয়ে যাও মানব সভ্যতার উদ্দীপ্ত নিশ্বাস।
----------------------------------------------
৩১-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।