সন্ধ্যার ডাকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সন্ধ্যার ডাকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
পৃথিবী যেন স্মরণ করে তোমায় মরনের শেষে,
সন্ধ্যার ডাকে গোধূলী যেন না আসে কালো বেশে।

সূর্যের আলোকে সজ্জিত করো আপনার জীবনটারে
বদ্ধ ঝিনুক হতে কুঁড়ে নেও মণি মুক্তা বালুকার তীরে।
ওগো,সভ্যতার প্রদীপ জ্বালিয়ে দাও এই ধরা তর,
যৌবনটারে দিও না ভাসিয়ে স্রোতের টানে নতশির।

কত অসুর ডাকিছে তোমায় অনিষ্টের ডানা মেলি,
ওগো,তুমি যেও না রাতের আঙিনায় চরণ খুলি।
এখানে তারুণ্য পদধূলিত হবে কালো ঘোড়ার রথে,
কোন আলোক রশ্মি দেখিবেনা জীবন স্বপ্নের ছায়াপথে।

হে তারুণ্য, সন্ধ্যার ডাকে গোধূলী যেন না আসে কালো বেশে!
সত্যের প্রদীপ জ্বালিয়ে দেও প্রেম- ভালবাসার পরশে-হরেষ।
--------------------------------------------------


০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।