প্রেমের যত অনুভব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের যত অনুভব
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০২-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
প্রেমের যত অনুভব তোমারে করিলাম দান,
ওগো প্রিয়, তোমারে নিয়ে গাই বিজয়ের গান।

সোনালী প্রভাত যেন কভূ ক্লান্ত না হয়
ওগো,তাই দিয়ে যাও হৃদয়ের সূর্যোদয়!
আমি সেই ঊষায় চাই যে আলো গগণ পানে,
তুমি জাগ হে, তুমি জাগ হে চির উজ্জীবনে।

ওগো প্রিয়, তুমি জ্বল হে মোর দ্বারে সন্ধ্যা প্রদীপে,
আমি চাই দেখি তোমারে বিপুল প্রতাপে- উত্তাপে।
ওগো তুমি যে দীপের আলো সব অন্ধকার ভুবনে,
তাইতো এত বেসেছি ভালো হৃদয়ের প্লাবনে।

ওগো,প্রেমের যত অনুভব তোমারে দিয়েছি উপহার,
পরম যতনে রাখিয়ো হৃদয়ের নিরালা কোণে বিস্তর।
-----------------------------------------------


০৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।