ধন্য ওগো ধন্য হবো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ধন্য ওগো ধন্য হবো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
সত্য পথের আনন্দযজ্ঞে তোমায় নিমন্ত্রণ,
মানব মুক্তির ডাক দিয়ে যাও ক্ষণিক এ জীবন।

ধন্য ওগো ধন্য হবো আসলে তুমি পরে
হৃদয় খুলে ভাসবো ভাল সাধ মিটায়ে ওরে।
তুমিই মানব, তুমিই সেরা আমার জীবন জুড়ে
তাইতো সভায় ডেকেছি তোমায় প্রেমের সম্ভারে।

এসো হে তুমি, এসো হে আলো নিশীথ অন্ধকার,
জোছনা হয়ে জাগো তুমি এ নিখিল তর।
সত্য পথের আনন্দযজ্ঞে তোমায় নিবেদন,
মুক্ত করো অসুর হতে আলোক অন্বেষণ।

পথ ভুলেছে মানব এখন মিথ্যা মন্ত্রের ভার!
মানব মুক্তির ডাক দিয়ে যাও বজ্র কণ্ঠের স্বর।
---------------------------------------


০৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।