বালক,তুমি বুঝলে না
- সুকন্যা তিশা ২০-০৫-২০২৪

বালক ,তুমি চোখ রাঙানি দেখো ,
তার পেছনের ভালোবাসা দেখো না ।
বালক,তুমি অভিমান দেখো,
লুকিয়ে থাকা কান্না দেখো না ।
বালক,তুমি অভিযোগ দেখো ,
তার পেছনের আবদার বুঝো না ।

বালক,সত্যি তুমি বড় হয়েছো
কিন্তু পরিপক্ক হও নি এখনো।
নিজেকে পোড়াতে খুব ভালো শিখেছো
কিন্তু ভেবে দেখোনি-আগুন নিজে পুড়েই অন্যকে পোড়ায় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।