উৎসর্গ্
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উৎসর্গ্ঃ সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
রাওনাট, আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতন।

তুমিই শিক্ষার আলো উজাড় করে দাও হে বসূধায়,
আমার নত শির উঁচু করো হে পরম মায়া মমতায়।
তুমি সেই শিক্ষাগুরুজন সকল অহংকার আমার,
আপনারে হারায়ে করে দাও গৌরব দান অপার!
তোমার পরশেই খুঁজে পেয়েছি আলোকিত জীবন
প্রিয় সহপাঠী ছোট বড় ভাই বোন বিদ্যানিকেতন।
সকলের তরে উৎসর্গ্ করেছি এই ক্ষুদ্র প্রয়াস,
কবিতার চরনে লেখা অযূত স্মৃতির দীপ্ত আকাশ।
-----------------------------------------


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।