হে শিক্ষাগুরু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে শিক্ষাগুরু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৩-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
**********************
হে শিক্ষাগুরু,কভূ শোধিবেনা তোমার অবদান,
আদর সোহাগ শাসনে করেগেছো আলো দান।
ওগো,তোমারই পরশে আজ আমি গাই বিজয়েন গান,
কভূ হওনি ক্লান্ত অবসন্ন ওহে মহিয়ান,ওহে গড়িয়ান।
তুমি ছিলে বলেই আমি চিনেছি এই পৃথিবীর আলো,
করেছি জয় দূর্গমগিড়ি পাহাড় পর্বত আকাশের কালো।
তুমি দিয়েছো তুলে জ্ঞানের মশাল মোর দ্বারে এসে,
সেই দীপ্ত আলোয় ছুটেছি আমি আঁধার ধরনী হরষে!
তোমার এ ঋণ শোধিবে না কভূ নিখিলের ধূলো বালি,
তুমি মৃত্যুঞ্জয়ী তারকা! আলোক শিল্পের অতুল্য তুলি!
হে শিক্ষাগুরু ,তুমি ফুটেছিলে এই বিদ্যা জননীর কাননে,
তাই সূরভী সুবাসে বারে বারে আসি ফিরে পুস্পের চরণে।
-------------------------------------------------
১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।