অগ্রজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অগ্রজ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০১-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
হে অগ্রজ এখনো তুমি জাগ্রত হাসি ও ক্রন্দনে,
আজো ভেসে উঠে সেই স্মৃতি শুন্যতার স্পন্দনে।
তুমিও রেখেছিলে স্নেহ ভালবাসায় কঠোর বন্ধনে,
কত শাসনে কত উপদেশে করেছো শৃঙ্খল ভুবনে
তোমারে দিশারী মেনে কত স্বপ্ন বুঁনেছি জীবনে-
তুমিও এসেছিলে অগ্রজ হয়ে অনুজের সন্ধানে।
এখনো স্মৃতিগুলো জেগে উঠে গ্রন্থিতে গ্রন্থিতে,
জানি এ কভূ ভুলার নয় জীবন সমুদ্রের মন্থিতে।
তুমিই ছিলে অনুজের আলোক সূধা সব অন্ধকার,
তোমারে উপমা মেনেই বিজয় এনেছি সভ্যতার।
এ স্কুল যদি হয় জননী!তুমি তার অগ্রজ সন্তান,
আমি তোমারেই মেনেছি বিদ্যার সারথী এ উদ্যান।
-----------------------------------------------
১৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।