কৃতজ্ঞতায়ঃ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কৃতজ্ঞতায়ঃ
আয়োজক কমিটি এবং উপদেষ্টা পরিষদ( মিলন মেলা-২০২৫ ইং
----------------------------------------------
এক অদম্য প্রতিভার ঝিলিক যখন শিশিরের সোনালী কণায় স্পর্শ্ করেছে পৃথিবীর ধূলো বালি। ঠিক তখনই রাত্রির আঁধার কেটে পূব গগণে জেগে উঠেছে এক স্বপ্নের দিপালী। রাওনাট গ্রামের কৃতি সন্তান আমাদের প্রিয় কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।
সে তার প্রতিভার ঝলকে কাব্যিক শিল্পে রচে গেছে মানবিক মূল্যবোধ, সাম্যের গান, দেশ চেতনার দৃঢ় সম্মতি, অসাম্প্রাদিয়ক ধারায় ধর্মিয় মূল্যবোধের ঐক্যতান, নবীণের জয়গান। সে এক বিষ্ময়কর রচনা শৈলী ”মিলন মেলা-২০২৫ ইং” এর প্রেক্ষাপটে রচিত ”স্মৃতির আলপনা” আমাদের হৃদয় মন্দিরে চির প্রজ্জলিত হয়ে থাকবে আলোক শিখার মত।
কবির এই ইস্পাত কঠিন প্রয়াসকে আমরা ”মিলন মেলা-২০২৫ ইং” আয়োজ কমিটি এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাঠকের দৃষ্টিগোচরে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে মার্জনা দৃষ্টিতে দেখে কবিকে আরো নব নব সৃজনের উৎসাহের নিবেদন করছি।

ধন্যবাদান্তে

সাধারন সম্পাদক সভাপতি

মোঃ রফিকুল ইসলাম মোল্লা মোঃ মাসুম সরকার


১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।