অনুপ্রেরণায়ঃ-
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অনুপ্রেরণায়ঃ-
যখন গোধূলির লগ্ন গগণের সীমানায় রাত্রির ডাকে! বুকে বুকে শ্মশানের ভস্মবহ্নি জ্বলছে জাহেলী যুগের উগ্রতায়। মানব সভ্যতা যখন অন্ধকার যুগের দিকে ছুটে চলেছে লাগামহীন অশ্বের মত।তখনই পৃথিবী খুঁজেছিল একট টুকরো রৌদ্দুর কিংবা এক ফালি চাঁদের শুভ্রতা।তবু যেন দিকে দিকে অসীম শুন্যতার আবাস ভূমি রচিত হচ্ছিল মানবের চিত্ত ও মননে।ঠিক তখনই আমাদের মাঝ হতে নব আলোকে উদিত হতে দেখেছি প্রিয় কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লাকে।তার এই কবি সত্তাকে উদ্ভাসিত করার লক্ষে আমি উৎসাহের রবি ত্যাজিয়া ছুটে যাই সমদ্র মথিয়া।
আমার এই অনুপ্রেরণায় কবি যেন নব উদ্যামে নব সৃজনের দিকে আরো বেশী মনোযোগী হয়ে উপহার দিল এক বিষ্ময়কর রচনা শৈলী! মিলন মেলা-২০২৫ ইং এর প্রেক্ষাপটে রচিত কাব্যগ্রন্থ ”স্মৃতির আলপনা”।আমি আশা করি পাঠকের চিত্ত ও মননে এই কাব্য গ্রন্থটি অঙ্কিত হবে সফেদ সফেনের উচ্ছলে এবং চিরঞ্জিব রবে সদ্য পুষ্পিত পুস্পের মত।যদি কবিকে বিপুল উৎসাহ উদ্দীপনায়
কবি সত্তার রবিকে জাগিয়ে তুলতে পারি তবে কবির কবিতা মৃত্যুঞ্জয়ী হবে আলোক পথের দিশারী হয়ে। ”স্মৃতির আলপনা” কাব্য গ্রন্থটির ভুল ত্রুটিগুলো মার্জনার দৃষ্টিতে দেখে কবিকে আরো বেশী অনুপ্রেরণা দেওয়ার জন্য নিবেদন করছি।
ধন্যবাদান্তে
******************
১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।