উৎসর্গ্ঃ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

উৎসর্গ্ঃ সকল শিক্ষক মহোদয় ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
রাওনাট, আদর্শ্ উচ্চ বিদ্যা নিকেতন।
----------------------------

তুমিই শিক্ষার দিশারী উজাড় করে দাও হে বসূধায়,
আমার নত শির উঁচু করো হে পরম মায়া - মমতায়।
তুমি সেই শিক্ষাগুরুজন ! অতুল্য অহংকার আমার,
আপনারে হারায়ে করে যাও সৌরভ দান অপার!
তোমার পরশেই খুঁজে পেয়েছি আমি আলোক জীবন
হে প্রিয় সহপাঠী ছোট বড় ভাই বোন -বিদ্যানিকেতন।
সকলের তরে উৎসর্গ্ করেছি এই স্মৃতির আলপনা,
কবিতার চরনে লেখা অযূত স্মৃতির দীপ্ত কল্পনা।
-----------------------------------------


১০-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।