কবি পরিচিতিঃ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কবি পরিচিতিঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।”স্মৃতির আলপনা” একটি ব্যতিক্রমধর্মী কবিতার সমাহারে সমৃদ্ধ। বর্তমান সময়ের আলোকউজ্জল কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা সমসাময়িক বিষয়বস্তু ,ধর্মিয় মূল্যবোধ ,মানবিক মূল্যবোধ, দেশ চেতনা, তারুণ্যের জাগরণ, অসাম্প্রদায়িক চেতনার কবিতা লিখে থাকেন। জনাব মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা ১৯৭৮ ইং সনে কাপাসিয়ার সবুজ শ্যামল রাওনাট গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মোঃ আবুল হোসেন মোল্লা, মাতা-মিনারা খানম, প্রাথমিক লেখা পড়া রাওনাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক রাওনাট আদর্শ্ উচ্চ বিদ্যানিকেত এবং পরে কাপাসিয়া ডিগ্রী কলেজ ও ভাওয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম অনার্স (হিসাব বিজ্ঞান), এম.কম পাস করে লেখা পড়ার পাঠ চোকান। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতোপতোভাবে জড়িত আছেন । বর্তমানে বিবিএস ক্যাবলস লিঃ এর মার্কেটিং ফ্যিনান্স ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। কর্মজীবনের পাশা-পাশি কবিতা লেখা এক প্রকারে সখ। এই শখের বশে লেখা কবিতা গুলো পাঠকের মনোরঞ্জনে কতটুকু আনন্দিত ও উপকারিতায় আসে তা আপনাদের চিন্তায় সমহীত থাকল। এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে কবির আরো চারটি কবিতার বই প্রকাশিত হয়েছিল যথাক্রমে ১। পঞ্চ কলি ২। উপহার ৩। আগামীর আলো ৪। মুক্তির চাবি । তাছাড়া এই ”স্মৃতির আলপনা” কাব্যগ্রন্থটি কবির অগ্রজ ইঞ্জিঃ ফজলুল কবির মোল্লাহ’র সরাসরি পৃষ্ঠপোষকতায় প্রকাশ করা হয়েছে।


১১-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।