অসহায় ফিলিস্তিন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অসহায় ফিলিস্তিন
কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৫-২০২৫ ইং
-----------------------------------------
ওগো,অসহায় ফিলিস্তিন যাইতেছে পুড়িয়া,জানেনা ভুবন,
হে বিশ্ব ,জাগো হে জাগো ,আজ দেখিব তোমার গর্জ্ন।

তুমি হিন্দু না মুসলিম? তাহা জিজ্ঞাসা করে কোন জন?
হে মানবতা, বল তুমি মরিছে মানুষ,জ্বলিছে মানব সন্তান!
চারিদিকে মুহুর্মুহু গোলা বরুদের অনল বর্ষণ -অভিযান,
পৃথিবীর বুকে তিমির রাত্রি, বুক জুড়ে হাহাকার,অশ্রুবান।

রক্তাক্ত শরীর! অস্থি- মজ্জা খসে, বুকে বুকে অভিমান,
জাতিসংঘ নিশ্চুপ! অধিকার কাড়িছে , ছুড়িছে কামান।
ইসরাইল তব সম্মুখে ওই নিরহ গাজা ফিলিস্তিন প্রান্তর,
মুসলিম রক্তে রক্তে প্লাবিত ইহুদীদের অগ্রাসনে বিস্তর।

অসহায় ফিলিস্তিন পুড়িছে হায়,তব ইসরাইলে দিবাকর,
ওরে মুসলিম, জাগো হে জাগো- ওমরের গর্জনে আরেকবার,
উদিবে সেই প্রভাতের রবি!গাইব শহীদের রক্তে বিজয়ের গান,
আজি পরীক্ষা তোর, আয় তোরা আয় অসহায় গাজা-ফিলিস্তিন।

হে মুসলিম! তুমি ভুলিবে কি পথ? হারিবে কি যুদ্ধের প্রান্তর?
না না তুমি তৌহিদী সেনা, নিত হবে অসহায় ফিলিস্তিনের গুরুভার।
--------------------------------------------------------


০৮-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।