হে তরুণ তুর্কি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হে তরুণ তুর্কি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১৬-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
হে তরুণ তুর্কি! মানবতা দাও, মুক্তি দাও
নেতা যদি হও- সত্যতা দাও- ফিরে চাও!
দূর করো হে জাতির ভয়! জাগো হে সূর্য্দয়
তন্দ্রা-অলস জাগো হে, জাগো হে নির্ভয়!
ন্যাায় বিচার ফিরে দাও- এই বঙ্গের মাতৃছায়,
বিজয় কেতন উড়ে দাও মুক্তিযুদ্ধের চেতনায়।
খুলে দাও মুক্তির তোরণ দ্বার -মাতৃকার পানে-
কল্লা ধরো যতসব অসুর বিদ্রোহীরা সংগোপনে।
তুমি দুর্বার, তুমি নির্ভয়, ফিরে চাও, ফিরে চাও
ধ্বংস করো ওইসব মীরজাফর-মুক্তি দাও, মুক্তি দাও।
হে তুরুন তুর্কি! চাই ন্যায় বিচার, চাই সভ্যতা,
তাই তোমার দ্বারে রচেছি শত দুঃখের কবিতা।
এখনো দেশদ্রোহীদের কোলাহল,ভয় হারা হও
ঐক্য হও, ডাক দাও মাতৃকার শহর -গঞ্জ -গাঁও।
ওরে, সিংহ গর্জনে জাগো রে,নবীণ শক্তি জাগো রে,
আসন্ন যুদ্ধে ভয় হারা হও, লাল সবুজের প্রেমে ভাইরে।
---------------------------------------------
১৬-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।