শক্তি হারা তুই
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শক্তি হারা তুই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
শক্তি হারা তুই মাতাল ছেলে ছুটেছিস নিজেকে হারায়ে,
মদ- গাঁজা –আফিম- ইয়াবা নিত্য সঙ্গী তোর বলয়-প্রলয়ে !

এর চেয়ে অভিশাপ কি আছে বল যৌবনের চঞ্চলে?
আজ তুই মেরুদন্ডহীন ভঙ্গুর ঘৃণিত সন্তান নিখিলে।
মাতার বুকে ছুরি ,পিতার বুকে অস্র সন্ত্রাসীর শৃঙ্খলে
তোকে বলিস তুই গোন্ডা দস্যুদের নেতা বজ্র মিছিলে!

তুই চাঁদাবাজ, জুলুমকারী, ছিঁছকে চোর- ধর্ষক !
তুই রাষ্ট্রের বোঝা, পৃথিবীর অভিশাপ আপদমস্তক।
বল না কোন নামে ডাকবো তোরে ?
তুই যে পথ ভোলা, তুই যে শয়তানের অনল নশ্বরে।

ওরে সোণা, ওরে মানিক, তুই যে জাতির হীরে-মণি,
তোর তরেই স্বপ্ন বুঁনেছি আসন্ন দিনে এই ধরণী।
মদ- গাঁজা –আফিম- ইয়াবা না বল না বল,
হে বাংলা মায়ের তরুণী- তরুণী।

ছিঃ বল, ছিঃ বল যে পথ কালো- অন্ধকারে হারায়ে,
ওরে, শক্তি হারা তুই মাতাল ছেলে মাদকে পা বাড়ায়ে।
----------------------------------------------------


২৩-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।