রক্তাক্ত মানবতার কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
রক্তাক্ত মানবতার কবিতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
মানবতার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে,
আলোরা খেলছে রহস্যময়ী খেলা দেদারছে-দেদারছে।
যে মানব চিরদিন মানবতাকে আলিঙ্গন করেছে,
বিভক্তির ভূলোকে সাম্যকে নিঃশর্ত্ ভালবেসেছে ।
সেই প্রেয়সীর চুম্বনের মতো কোমল পরশে-
আজ সেখানে বিরহের জ্বালা উগ্রবাদের উল্লাসে।
মত- পথ- আদর্শের বৈরীতায় রক্তাক্ত মানবতার কবিতা,
এমন কাব্য চায়নি! বিপুপ্তির পথে সবুজ শ্যামল তরু-লতা!
মনে হয় যেন জাহেলী যুগের তপ্ত বালু চর!
হিংস্র হায়েনার রক্ত পিপাসা! মায়া মমতাহীন কৃষ্ণ-ধূসর।
নিছক স্বার্থের আড়ালে শত্রুতার রূপ জাগে হৃদয়ে-
অপরাধ নেই তবু মানবের কল্লা টানে দুষ্টের হুকুমে-নির্ভয়ে!
এখন শহর- গঞ্জ –গ্রাম খাল- বিল –নদী- নালার তীরে
সিন্ডিকেটের ভূত প্রেতেরা বসতি গড়েছে অন্তরে অন্তরে।
শিক্ষক- ছাত্র, নেতা –কর্মী, রাজ্যপতি-জনতা চলেছে বন্ধনহীন,
কোথাও ঐক্য নেই ! এ যেন হৃদয়হীনা রাজ্যের নিষ্ঠুর সিংহাসন।
সেই লাল গালিচা, রেশীর ঐতিহ্য তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল,
আজ যেন বিলুপ্ত সব! হৃদয় মৃত! অন্তঃসার শুন্য নির্জিব কঙ্কাল!
মানব হয়েছি, মানবতা শিখিনি-অথচ তুমি ছিলে বাঙালির প্রাণ,
আজ শুধু ক্ষমতা অর্থের দ্বন্দ্বে পরাজিত করেছে মানবতার গান।
এই অসূর মুখের রূপ আর চাই না দেখি রূপসী বাংলায়-
আমরা বাঙালি, আমরা বাংলাদেশী লাল-সবুজের পতাকায়।
--------------------------------------------------------
০৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।