স্ত্রীর ইগো কি পায়?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্ত্রীর ইগো কি পায়?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
যুগ যুগ ধরে মানুষই সংসার করিয়াছে পৃথিবীর তরে,
ভালবাসা কিংবা বিরহের অন্ধকারে যুগল হাত ধরে।
অনেক নর -নারী দেখেছি আমি,সুখ স্বর্গের পুস্প কানন,
প্রেমের তরঙ্গে পুলক শিহরণে চলিছে দাম্পত্য জীবন।
তীব্র কোলাহল বিভেদ দেখেনি সুখ দুঃখের উথরোলে,
দেখেছি আমি ধূঁধূঁ বালুচরে শুভ্রতার ঝলক কাঁশ ফুলে।
এখন সেখানে যুদ্ধ! দিকে দিকে উত্তাল সমুদ্র সফেন!
পূর্ণিমার শুভ্র জগতে আঘাত হানিয়াছে বজ্র- তুফান।
নর-নারী উত্তাল! রোমান্টিক শুন্যতায় দিনের পরদিন,
দিকে দিকে অনলের উত্তাপে পুড়িছে পারিবারিক বন্ধন!
বিশ্বাস –অবিশ্বাসের অন্ধকারে তরঙ্গিত প্রেমের দিশা,
বৌ- শ্বাশুড়ীর অন্তরে ঢুকিছে কি এক অদ্ভুদ নিশা!
অভিযোগ আর পাল্টা অভিযোগে পুত্র হয় দিশেহারা,
স্বামী হয় অসহায় সুখ স্বর্গের প্রেমে- এই বসুন্ধরা।
সভ্যতার বিবেক আত্মসমপর্ণ্ করে বৌ-শ্বাশুড়ীর দ্বন্দ্বে,
স্বামী হয় ব্যদনায় নীল, পুত্র হয় পরপার বারুদের গন্ধে।
মা হারায় সন্তান! পৃথিবী হারায় মানব সভ্যতা-
স্ত্রীর ইগো কি পায়? সন্তান হারায় পিতা-বিশ্ব হারায় মানবতা।
--------------------------------------------------
০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।