নারী তুমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নারী তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৮-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
নারী তুমি- মা- প্রেয়সী-রাজকন্যা এই ধরনীর,
তুমি পৃথিবীর প্রেম- শীতল ছায়া -তপ্ত বালুচর !!
তোমার আঁচলেই নর হয়েছে শক্ত সবল বীর বল,
তোমার বৃক্ষেই ফুটেছে ফুল ফল- এই ধরনী তল।
তুমি নহে কোন থমকে যাওয়া -বজ্র- ঝড়- তুফান,
তুমি দুরন্ত! দুর্গ্মগিরি- পাহাড় -পর্ব্ত- যুদ্ধের উদ্যান।
তুমি কোমল, তুমি ইস্পাত কঠিন, তুমি মুক্তির ক্ষুধা,
তুমি রূপসী, তুমি আবেগ, তুমি কামনা -এই বসূধা।
তুমি স্বর্গ্, তুমি নরক, তুমি শোভা কিংবা ঝড় বাদল,
তুমি কবিতা, শিল্পীর অবনাশী গান,দুঃখীর অশ্রুজল।
তবে কেন ঝরে যাবে হে নারী- অনিষ্ট অসূর অনলে?
তুমি তো সৃষ্টির হীরে মানিক মুক্তা,যারে খুঁজি দলে দলে।
তুমি ছাড়া এই পৃথিবী পুস্পহীনা শুন্য কানন,
তোমার সূরভী ঘ্রাণেই আমি নর দেখিয়াছি বিশ্ব ভুবন।
তুমি সেই স্বর্গিয় স্পর্শ্! পুস্পিত পুস্পেরে মঞ্জরি-
তুমিই পৃথিবীর রক্তাক্ত তোরণ,মানব সৃজনের পাঞ্জেরী।
তুমি মা - প্রেমিকা- আবেগ – অনুভূতি-কামনা-সাধনা
তোমার গভীরেই খুঁজিয়াছে নর জীবনের যত প্রেরণা।
--------------------------------------------------
০৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।