ছলনা দিকে দিকে ডাকিছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ছলনা দিকে দিকে ডাকিছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
কৃষ্ণচূড়ায় পুস্পিত লাল-সবুজ অবনতমুখী,
কালো ধুম্র কুন্ডে বাংলার বুকে সে আজ দুঃখী!
ধূসর বর্ণিল শাখে শাখে সবুজ পাতা ঝরে ঝরে,
রূপসী মায়ের রূপ যেন হারিয়েছে তনুর তিমিরে!!
পীছ ঢালা রাজ পথে লেলিহান শিখা নিরালা দুপুর,
নিস্তব্দ পল্লীর পথে পথে শুনিনা তো কুহকের সুর!
জানি না, এ কোন পিপাসা, কোন ব্যাথা তার মনে,
অযূত ব্যদনার সুর যেন বাজিয়া উঠিছে ক্ষণে ক্ষণে!
প্রেমিকার প্রাণে নেই প্রেম,শুধু চেয়ে থাকা আকাশে,
ঘাতক প্রাণে বিনিদ্র প্রেমিক সীমানার আশে- পাশে।
ছলনা দিকে দিকে ডাকিছে রুক্ষকাল-বৈশাখী ঝড়ে,
ভেঙ্গে দিতে দিতে চায় স্বাধীন নীড়, নিমেষের তরে।
তবু যেন হয়না হুশ! উত্তরসূরী ছুটিছে নিরুদ্দেশ ভাসি,
স্বাধীন তল্লাটে আর কত কাল থাকবি বিমনা উদাসী?
ওরে গেয়ে যা সাম্যের গান শহর-পল্লী তটিনীর তীরে,
কৃষ্ণচূড়ায় পুস্পিত লাল-সবুজে মুক্তি যুদ্ধের বজ্র স্বরে।
ছলনা দিকে দিকে ডাকিছে -সাবধান! ওরে প্রিয়-প্রিয়া।
ওরে তোরা গেয়ে যা সোনার বাংলা গান, ওরে পাপিয়া,
---------------------------------------------
২৫-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।