আমরা দুর্জ্য়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আমরা দুর্জ্য়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
রক্তে পাওয়া মাগো তোরে বেশি ভালোবাসি,
তাইতো চেয়েছি বেদনাকাতর মুখে শুভ্র হাসি।

হে মা, তোর লাল-সবুজের আঁচল বেশি ভালো লাগে,
তারে জড়ায়ে আমি থাকি অন্তর মম বড় সাধ জাগে।
তোর বীর সন্তানের বক্ষ হতে রক্ত রস নিয়ে,
শত্রু তাড়িয়ে তোরে করেছি স্বাধীন নির্ভয়ে-বিশ্বলয়ে!

গেয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
আজ সেখানে বসত গড়েছে পরাজিত শক্তি -সর্বনাশী!
তুইতো দিয়েছিলি স্নেহ মমতা ভালবাসা সন্তানের দেহে,
কিন্ত তোর বিশ্বাস ঘাতক সন্তানেরা ভিন সুরে গান গাহে।

ওরে-তোর কণ্ঠ রোধ করে দিতে চায় দিবস-নিশীথে,
মা ভয় নেই আবার উঠব জেগে মুক্তি যুদ্ধের সংগীতে।
আমরা একাত্তরের উত্তরসূরী বিজয়ের আনন্দ- আবাস,
লক্ষ শহীদের রাঙা কালিতে রচিত কবিতার পূর্বাভাস!

আমরা- দুর্জ্য় !আমরা নই কোন বিষাদের অশ্রুজল,
একাত্তর আমাদের চেতনা!সম্মুখ যুদ্ধের প্রেরণা-মনোবল।
----------------------------------------------


২৬-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।