অদ্ভুদ কিছু হচ্ছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অদ্ভুদ কিছু হচ্ছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
অদ্ভুদ কিছু হচ্ছে বৈচিত্রে ঘেরা বঙ্গ জননী!
কেউ মৃত্যুর মুখে, কেউ হাসছে পূর্ণি রজনী!

আজ কেউ নগ্ন উৎসবে, কেউ দুঃখেরও ক্রন্দনে,
কারো ফুল ফুটেছে,কেউ ঝরে গেছে ঝড় তুফানে।
অদ্ভুদ কিছু হচ্ছে মায়ের জলে- স্থলে সমুদ্র মন্থিতে
লক্ষ অযূত ক্ষতচিহ্ন জেগে উঠেছে গ্রন্হিতে গ্রন্হিতে !

আজ কারো ভাগ্য প্রসন্ন, কারো জীবনের সর্বনাশ!
সত্যের ঢোলে এখন প্রতিশোধের ভয়ঙ্কর উল্লাস।
কুচক্রের অনুকূলে সবকিছু করেছে কোলাহল,
দায় মুক্তির মহরা,জানি না এ কোন ফলাফল!

অদ্ভুদ কিছু হচ্ছে ঈদ উৎসবের মত-সবি অন্ধকারে,
জাতি কি রাহু চক্রে আটকে গেছে-বড় ইচ্ছে জানিবার?
সত্যের নামে মিথ্যের নিশানা উড়ছে মুনাফিক প্রাণ,
বাংলায় অদ্ভুদ কিছু হচ্ছে- এ রহস্যে ঘেরা সিংহাসন।
--------------------------------------------------


২৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।