জনতাই স্বীকৃতি দিবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জনতাই স্বীকৃতি দিবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
আচ্ছা বলো তো! জনতার নেতা কে?
আমি বলি, যে নেতা হকের কথা বলে ভূ-লোকে।

যে ন্যায়-নীতিবান, সৎ চরিত্রের অধিকারী-
ইতিহাস বলে তারে নেতৃত্ত্বের যোগ্য নর-নারী।
আচ্ছা বলো তো ! তুমি কি জনতার নেতা ?
আমি বলি, তুমি দেশদ্রোহী, ফ্যাসিষ্ট- স্বৈরতন্ত্রের প্রণেতা!

বুকে হাত দিয়ে বলো, তুমি মুক্তি যুদ্ধের রক্তধারা,
বলো, তুমি লাল-সুবজের চেতনাধারী -এ বসুন্ধরা।
তুমি বলো তো ! তুমি কি দুর্ণীতি মুক্ত গণতন্ত্রের পাঞ্জেরী,
জানি পারবে না, তুমিও যে কুচক্রের সারথী- অতন্ত্র প্রহরী।


বলো, জনতার কেন ভয়! কেন রাষ্ট্রের এতো অবক্ষয় ?
পারবে বলতে ! এত অর্থ্ বৈভবের উৎস কিভাবে হয়?
আচ্ছা বলো তো! ক্ষমতা হারালে পালাতে হয় কেন !
জানি পারবে না, তুমিও যে মুদ্রার এপিঠ-ওপিঠ-হেনতেন।

সে সাহস কি আছে ! বলো, তুমি দুণীর্তিবাজ নেতা নও,
বলো,তুমি সত্যবিচারক! বলো, মানবতার আশ্রয় তুমিও ।
বলো, আমার সোনার বাংলা,গাও- চির সাম্যের গান,
দেখো-জনতাই স্বীকৃতি দিবে- তুমিই নেতৃত্ত্বের শ্রেষ্ঠজন !
------------------------------------------------


২৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।