বিখ্যাত লোভ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিখ্যাত লোভ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
লোভ, বিখ্যাত লোভ,ক্ষমতার আসন,
চেয়ার, চেয়ার চায় সমাজের ধূর্ত্ মাস্তান।

ক্ষমতা, অযূত ক্ষমতা তার, কে করে বারণ?
যা চায়, দিতে হবে দিয়ে দে নইলে দিবে টান।
সে পদধারী, সে নেতা, সে বজ্র হুঙ্কার,
যা চায়, দিয়ে দে নইলে সব চূড়মার, চূড়মার।

ক্ষমতার বসন্ত এখন সে ভোগ করে নিরন্তর,
সে সভাপতি, সে সেক্রেটারী সে উর্ধ্ব শির!
সে বলে যা ,তাই হবে তোরা আবার কে ?
সে সন্ত্রাসী, সে চাঁদাবাজ সে চলে বাঁকে বাঁকে।

চেয়ার, চেয়ার চায় নইলে হবে না কোন কিছু,
সে-ই যোগ্য, সে-ই সাহসী ,তোরা সব মাথা নীচু!
নেতার কি লোভ! বিখ্যাত লোভ! তবু সে সাধু,
বিষাক্ত শূল ফুটায় ফুলে ফুলে, চুরি করে মধু!

কিসের ভয়ে তোরা আজ করিলি অসাধু গ্রহণ?
বড়ই অশান্ত সমাজ!বুকে বুকে হাহাকার-ক্রন্দন।
লোভ, বিখ্যাত লোভ, চেয়ারই শুধু তার হীরেমণি,
তোরা শুধু চেয়ে দেখ কি দুর্ভাগা স্বাধীন জননী!!

ভয়ঙ্কর চাঁদাবাজ,সন্ত্রাসী সমাজে আজ বড় অগ্রণী,
লোভ, বিখ্যাত লোভ গ্রাসিয়াছে তাদের এ ধরণী।
-------------------------------------------


২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।