চেয়ারের লোভে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চেয়ারের লোভে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২২-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
শুধু মানবতার ডাকে এই হৃদয়-প্রাণ,
দূর হতে বসে সকলই করিয়াছি দান।
এখানেও বাধা হয়ে দাঁড়ালে চেয়ারের লোভে,
তুমি তো জননেতা- তবে কেন এত ক্ষোভে?
মানবিক চেতনায় ছুটে গিয়েছি নিশিদিন,
সযতনে আপনারে গড়েছি দৃঢ় চিত্ত মন।
হে যুবক! লোভী নও, সেবক হও স্বচ্ছ বাস,
একদিন জনতাই ডাকিবে তোমায় চির উল্লাস!
এ হুমকি, দমকি - নগ্ন পরিহাস,
তোমারেই করিবে আসন্ন দিনে সর্বনাশ!সর্বনাশ!
এ চেয়ার নয় কোন পৈত্তিক সম্পত্তির অংশীদার,
এ জনতার প্রেম ভালবাসা,তারই ভোটাধিকার।
তোমার পাগলামি দেখিয়া লাজে যাই মরিয়া,
ফিরে এসো যদি সেবক হও মানবতায় জাগিয়া।
চেয়ারের লোভে এ কি করিতেছো তুমি- হে যুবক!
এই সূর্যের বীর্ষ্ ডুবে যাবে আসন্ন ভূ-লোক।
সেদিন তুমি অশ্রু ঝরাবে বদ্ধ গৃহে করি বাস,
লোভ লালসা ভুলে ফিরে এসো শান্তির নিবাস।
চেয়ারের মোহে আপনারে ভুলিয়া পুড়িয়ো না দহনে।
তুমি খুলে দাও উদার প্রাণ সুখসন্ধ্যা সমীরণে,
হে ত্যাজদীপ্ত যুবক! এই নবযৌবনের মুকুলে-
আপানার সুবাস ছড়িয়ে দাও মানবতার কূলে কূলে।
----------------------------------------
২২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।