মাঝখানে শুধু তুমি বেতাল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মাঝখানে শুধু তুমি বেতাল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
হৃদয়ভূমির মাঝখানে জাগিয়া রয়েছে ক্রোধ,
তাই তুমি রাঙা চোখে চাইছো নিতে প্রতিশোধ।
সাম্য -ঐক্যকে করেছো ধূলিসাৎদিবস রজনী,
ঠিক যেন ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রের মতো অগ্রণী !
তোমার নেতৃত্ত্বে মানবতার দুর্ভিক্ষ নিত্য ঘিরি ঘিরি,
তুমি জন্তু জানোয়ার হায়েনার মতো উদ্র পদধারী।
তোমার অন্তরে ধারন করো কালো গভীরতম,
যা সমাজের ধ্বংস নাশে সকল উচ্চে মম।
তুমি লোভী, তুমি অহংকারী এক ঘৃণ্য যুবক সতত,
অন্তর গহিনে রক্ত ঝরাও অসাধুতার গর্জনে নিয়ত।
মনে রেখো এ দম্ভ হুঙ্কার থেমে যাবে মাতা নত,
সেদিন ভীড়বে না তরী খেয়া ঘাটে আজকের মত।
নেতা যদি হতে চাও জাগিয়ে তুলো শ্যামল তরুলতাগুলি,
সাম্য ঐক্য মানবতার ফুল ফুটাও সরস কোমল ধূলুবালি।
হে যুবক, এখনো অনেক পথ বাকী শিখর গগণনীল,
চারিদিকে কত গীত কত কথা মাঝখানে শুধু তুমি বেতাল!!
আসন্ন দিনে তুমি হেরে যাবে যে শিখর যায় দেখা,
নিখিলে বুকে আঁকা হবে তোমার যতসব কলঙ্ক রেখা।
-------------------------------------------------
২৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।