জেগে উঠ বন্ধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

জেগে উঠ বন্ধু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৪-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
আজ শুধু অঙ্কুরিত অনৈক্য- হিংসা- বিদ্বেষ- উদ্রতা,
লোভ - ক্ষমতার তালে তাল রেখে বীরেরাও নুয়েছে মাথা!

বন্ধুও হয়েছে শত্রু ! মত পথ আদর্শের ভিন্নতায়-
একি উদ্রতা! একি রাজনীতি সম্প্রতির বন্ধন হারায়!
দেশ চেতনার দৃপ্ত শাখা মেলে যদি না যাও সম্মুখে,
এ অপ-রাজনীতি তলে যাবে খর স্রোতা পদ্মার বুকে!

বীরেরাও নুয়েছে মাথা সংহত কঠিন প্রত্যেক অসূর,
যুদ্ধের দূর্গে পেয়েছে ভয় মবতন্ত্রের তুমুল ঘূর্ণি ঝড়!
আবার জেগে উঠ বন্ধু যত মাথা তুলে চেতনার গর্জনে,
জানি তোমরা মুখরিত হবে নব বিজয়ের নব গানে।

সত্যটা বলো, সত্যটা জানিয়ে দাও- হে বন্ধু সকলে,
তুমি মুক্তির , তুমি বাংলার, তুমি লাল সবুজের দলে ।
কোন দেশদ্রোহী, কোন দোসর- স্বৈরাচার নহে আপন,
হে বন্ধু তোমরা বলো, এই মাটিতে তারা সব দুষ্টজন।

বন্ধু তুমি তুচ্ছ নও- হানো আঘাত বজ্র কঠিন কুঠারে,
ডাক দেও ঐক্যের ডাও দেও সাম্যের বাংলার প্রান্তরে।
-------------------------------------------------


২৪-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৫-০৬-২০২৫ ০৩:১৬ মিঃ

চমৎকার