তুমি মৃত্যুঞ্জয়ী কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি মৃত্যুঞ্জয়ী কবিতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৪-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
উৎসর্গ্ঃ মোঃ নুরুল ইসলাম (ছোট বোনের স্বামী)
-----------------------------------
জানি তুমি নেই তবু নিরন্তর দেও সাড়া,
ফিরে আসো, বারে বারে ফিরে আসো বক্ষ শিয়রে!
শিরে - উপশিরে দিয়ে যাও দোলা-ছড়াও নক্ষত্র মণি
অফুরান তরঙ্গের দুলে হৃদয়ের শুন্য ধরনী।
আমার এই শুন্যতার গভীরে তুমি ছিলে সুরভী ফুল,
কাননের মগডালে ফোটা জুঁই- চাঁপা -বকুল -পারুল।
আজ তুমি নেই, আজ তুমি নেই তবু আছো তুমি,
এই সবুজ শ্যামলে উদ্দাম চঞ্চলে প্রেমের ভূমি।
তুমি চলেগেছো,রেখেগেছো অনেক কিছু ধরনী তর,
তুমি মৃত্যুঞ্জয়ী কবিতা হে নুরুল ইসলাম - এ নশ্বর!!
তোমার গল্প সাহিত্যে নাই শোক, নাই কোন ভয়,
তুমি বিধার প্রিয় বান্দা গোলাম নাই তার ক্ষয়।
তুমি নাই তবু আছো তোমার কর্ম্ স্পর্শে বিশ্বধূলি,
অনন্তদিনে পূর্ণ্ হও তুমি ফরিয়াদ করি দু’হাত তুলি।
--------------------------------------------
১৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।