শিক্ষার্থীর মানবিক মা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শিক্ষার্থীর মানবিক মা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে দিকে দিকে,
বাঁচাও বাঁচাও চিৎকারে কম্পন শুরু হল ভূলোকে!

পৃথিবী যখন নিশ্চুপ তন্দ্রায় তখন জেগেছিল এক প্রহরী,
অতুল্য শিক্ষার্থীর মানবিক মা শিক্ষিকা মাহরীন চৌধুরী।
নিশ্চিত মৃত্যু জেনেও মৃত্যুকে করেনি পরোয়া,
শরীরের ভাঁজে ভাঁজে ঝলসে গেছে বেপরোয়া।

কি হবে আর বেঁচে! আমার সন্তানই যদি না থাকে স্কুলে,
মায়ের এমন প্রতীজ্ঞা হতেই বেঁচেছিল বিশটি প্রাণ নিখিলে।
মাহরীন চৌধুরী পুড়ছে তো পুড়ছে অস্থি- মজ্জা হাড়ে,
তবু দমেনি তার হার না মান যুদ্ধ অগ্নি শিখার সমরে।

হে মাহরীন চৌধুরী তুমি নও শুধু দীপ্ত শিক্ষিকা,
তুমি মৃত্যুঞ্জয়ী মা,মানবিক যুগের অদম্য প্রবেশিকা।
মৃত্যুর কোলে ধুঁকে ধুঁকে মত্যুকে করেছো তুমি জয়,
তুমিই শিক্ষার্থীর মানবিক মা! বিপদে সন্তানের আশ্রয়।

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আপনার প্রাণকে করছো উৎসর্গ্,
এমন মানবিক মা কি দেখেছে বিশ্ব? প্রভূ দিও তারে স্বর্গ্।
------------------------------------------------


২২-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।