আলোর বার্তা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আলোর বার্তা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রজনীর নিঝুমে নেমে আসে আলোর বার্তা,
অন্তরে জ্বলে দীপ্তি, ছড়ায় পবিত্র তরঙ্গতা।
ফরিশ্তাদের সান্নিধ্যে মিশে যায় হৃদয়ের সুর,
আল্লাহর রহমতে মেলে জীবন জ্ঞানের দূর।

রাত্রির অন্ধকারে রঙিন হয়ে ওঠে আশা,
প্রভুর ক্বদর আলোয় মুছে যায় সকল পাষা।
নিশ্ছল রাতের মাঝেই স্বর্গের দরজা খোলে,
দোয়ার ধ্বনি ভাসে বাতাসে, প্রেমের লহরী চলে।

জীবন হয় পূর্ণিমার আলোয়, ভরে যান্ত্রিক পথ,
প্রভুর করুণায় মেলে অন্তরের গভীর শান্তি সাথ।
পাপের দাগ মুছে যায়, নেমে আসে আলোর ছোঁয়া,
ক্বদরের রাতে হৃদয় হয় মধুর ঈমানের আলেয়া।

ক্বদরের রাতে জ্বলে আলোর দীপ্তি শান্তিরী
হৃদয়ে বাজে প্রভুর রহমতের সুর-নিঝরী।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।