কোরআনের দীপ্তি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কোরআনের দীপ্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রবের বাক্যে জ্বলছে অনন্ত আলো,
সত্যের পথ দেখায়, মুছে দেয় অন্ধকারে কালো।

হৃদয়ে বাজে এর সুর, মন পায় শান্তি,
জীবনের ঝড়ে হয় স্নিগ্ধ, অমল মুক্তি।

আলোর দ্যুতি, দিশারী রাতের নিঝুমে,
কোরআন বলে, চলো ন্যায়ের পথে, ভয় নয়, শুধু ধুমে।

শব্দে শব্দে বোনা অনন্ত রহমত,
প্রভুর বাণী, প্রতিটি ধাপে অমল সত।

আন্তরে জ্বলে চিরন্তন দীপ্তির শিখা,
কোরআন আমাদের পথপ্রদর্শক, চিরকাল অমলিকা।
------------------------------------------------


০১-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।