দেনা না শোধ করলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দেনা না শোধ করলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
রাসূল (সাঃ) বলেন, “দেনা না শোধ করলে অভিশপ্ত,”
সত্যের পথে চলো, ভুলের ছায়া হোক বিলুপ্ত।
অন্তরে রাখো সততার দীপ্তি,
ন্যায়ের ছায়ায় জ্বলো, অন্যায়ের অন্ধকার ক্ষিপ্তি।
ঘামের ফোঁটা হোক মর্যাদার প্রতীক,
প্রতি শ্রমিক পায় অধিকার, হয় সুখের সংকেতিক।
দাও সময়মতো পাওনা, হোক পূর্ণ শোভা,
সত্য ও ন্যায় মিলিয়ে ঝরে আলোর ধ্বনি আভা।
------------------------------------------------


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।