শয়তানের চক্রান্ত
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শয়তানের চক্রান্ত
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে মানুষ, তোর অন্তর-জগতে,
শয়তানের ফন্দি লুকায় চূড়ান্ত।
প্রভুর আশ্রয় চেয়ে দাও মনকে,
রক্ষা করুক তোর স্নেহময় দৃষ্টি, চিরন্তন।

শয়তান, হঠাৎ আসে, ফাঁদে ফেলে,
চিন্তা, ভয়, সন্দেহে ভরা মনে।
হে প্রভু, তোর দয়ায় বাঁচুক অন্তর,
তোর আলোয় মুছে যাক অন্ধকারের দাগ, অমল।

হে মানুষ, আত্মার গভীরে,
সত্য ও শান্তির বীজ রোপণ কর।
শয়তানের চক্রান্ত ভেঙে যাক,
প্রভুর নামের সুরে বাজুক চিরকালীন কাব্যিক মনোরম লয়।
------------------------------------------------


০২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।