পরকিয়ার ফল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
পরকিয়ার ফল
কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------
ফুলের মতো প্রথমে মধুর সুবাস,
ভিতরে লুকায় বিষ, ক্ষয় করে প্রাণের আশ।
মন কুয়াশার ছায়ায় ভরে যায়,
বিশ্বাসঘাতকতার ছোঁয়ায় নিঃশ্বাস হারায়।
ঘরে আগুন জ্বলে, সুখ-শান্তি ছুটে যায়,
নদীর বাঁধ ভেঙে, আশা ঝরে দূর হয় স্রোতায়।
সমাজের চোখে পড়ে কলঙ্কের দাগ,
সোনার ধানের মতো ছিটকে যায় সব ভাগ।
আইনি ঝড়ে ভেসে যায় শান্তির নৌকা,
অপরাধ ও প্রতারণা আসে ভয়ঙ্কর ঢোকা।
পাপের ছায়ায় অন্ধকার ঢেকে রাখে আলো,
মনের আকাশে নেমে আসে বিষাক্ত কালো।
পরকিয়া রসালো মনে হলেও, শেষ হয় বিষের ফল,
মন, পরিবার, ধর্ম—সবই হয় ধ্বংসের গোল।
-------------------------------------------
০৪-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।