এক আল্লাহর দাস আমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এক আল্লাহর দাস আমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
তুমি বলো হে প্রিয় মুমিন, ঈমানের এই গান,
শিরকে মিশে নেই কখনো, তাওহীদ আমার প্রাণ।
কাফির বলে তার ধর্ম তারে, আমার ধর্ম আমার,
আল্লাহর প্রেমে ভরে আছে, অন্তর জোছনাধার।
এক আল্লাহর দাস আমি, তাঁরই পথে চলি,
মিথ্যা পথে নাই আমার স্থান, সত্যেতে মন ঢলি।
তুমি বলো, আমিও বলি—"লা ইলাহা ইল্লাল্লাহ",
এই বাণীতে জাগে প্রাণে চিরন্তন আলো-চাঁদা।
কাফিরদের ইবাদতে নেই, কোনো সাথি আমার,
রবের পথে চিরকাল আমি হবো শহীদ-ধার।
আল্লাহর প্রেমে কাঁপে হৃদয়, কোরআনের আহ্বানে,
নবীর সুন্নাহ আঁকড়ে ধরি, জাগি ঈমান প্রাণে।
-----------------------------------------------------
০৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।