অধ্যাপক ড.আবু নঈম শেখ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অধ্যাপক ড.আবু নঈম শেখ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
********************************************
রাওনাট গ্রামে জন্ম, ১৯৬৩ সালে আলো ছড়াল,
শৈশবের সব স্বপ্ন যেন অংকের রেখায় বাঁধল।
সংখ্যা আর ফাংশনে খুঁজলেন জীবনের ছন্দ,
প্রতিটি সূত্রে মিলল জ্ঞানের মধুর বন্ধ।
জাহাঙ্গীরনগর গণিতে সম্মানী স্নাতক হবার ধারা,
স্নাতকোত্তরে যোগ হলো কল্পনার অসীম ভারা।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মন গড়ল,
সংখ্যা, সমীকরণে জীবনকে অমর করল।
ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি, জ্ঞান যেন নদী প্রবাহিত,
অমল দীপ্তি দিয়ে ছাত্র-শিক্ষকের মন আলোকিত।
ডুয়েটের অধ্যাপক, তিন দশক ধরে পাঠদান,
গবেষণার অঙ্কে আঁকলেন অজানা জগতের প্রাণ।
সিন্ডিকেট, অর্থ কমিটি, ছাত্রকল্যাণ—দায়িত্বে পরিপূর্ণ,
পদক্ষেপে পদক্ষেপে ছড়াল শিক্ষার গুণগুরুত্বপূর্ণ।
বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটে যুক্তি স্বচ্ছ,
কুইন্সল্যান্ডে ভিজিটিং ফেলো, জ্ঞান ছড়াল দেশ-বিদেশে অচঞ্চল।
২০২২ সালের ১৪ জুন, সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য,
১৯ ডিসেম্বর ২০২৪ অব্যাহতি, স্মৃতিতে অমল তারকা স্ফুর্য।
দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে বিশাধিক গবেষণা প্রকাশিত,
অংকের ছন্দে জীবন বোনা, সব শিক্ষার্থীকে আলোকিত।
রাওনাট গ্রামের কবিত কৃতী সন্তান, গুণের ছোঁয়ায় আলোকিত,
আবু নঈম শেখের জীবনগাথা সতেন্দ্র নাথ দত্তের ছন্দে অমরিত।
--------------------------------------------------------------------------
০৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।