ড. মনিরুল আলম সরকার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ড. মনিরুল আলম সরকার
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
রাওনাট গ্রামে জন্ম নিলেন, হাবিবুল্লাহর গৃহের মাঝে,
বাংলার সন্তান, আলোকময়, এগোলেন বিদ্যার সাজে।

সত্তরের শেষ ভাগে পেলেন ডিগ্রি, ঢাকা শহরের বুকে,
B.Sc. (Honours) গণিতে জয়, স্বপ্ন রাখলেন চোখে।

আশির দশকে M.Sc., গণিতে করলেন পূর্ণতা,
সংখ্যার ধারায় পেলেন খ্যাতি, জ্ঞানের দিলেন সুনতা।

বেলজিয়ামের পথে গিয়ে, M.Stat. হলো লাভ,
পরিসংখ্যানে পেলেন তিনি, জ্ঞানের মহার্ঘ স্রোতাভ।

দক্ষিণ কোরিয়ার তটে গিয়ে, Pukyong দিলো মুকুট,
Ph.D. তে তাপ পরিবহন, করলেন বিশ্লেষণ যুক্ত।

২০১৩ সালের অক্টোবর এক, বিভাগীয় প্রধান হলেন,
BUET গণিতে নেতৃত্ব দিয়ে, সেবার আলো জ্বালালেন।

২০১৫ সালের অক্টোবর দুই, শেষ হলো সে মহিমান,
তবু প্রফেসর রূপে থাকেন, জ্ঞানের শিখায় অবিরাম।

২০১৯-এ Bingham Flow, প্রকাশিত হলো বিদেশে,
Taylor & Francis দিল স্বীকৃতি, নাম লিখল গবেষেষে।

২০২১ সালের এপ্রিলে, Elsevier ছাপল প্রবন্ধ,
Rectangular Heat Source নিয়ে, গবেষণা পেলো আনন্দ।

সেই বছরই আগস্টে, MDPI দিলো মান,
Fin Length নিয়ে গবেষণায়, বিশ্ব পেলো জ্ঞানের দান।

অক্টোবর মাসে Elsevierে, Wavy Walls-এর গান,
Undulation-এর প্রভাবে তাপ, পেল নতুন জ্ঞানের প্রাণ।

২০২২ সালে MIST-এ গিয়ে, বক্তৃতা দিলেন প্রখর,
“Engineering Math to Face IR 4.0”—ছিল তাঁর অমর।

২০২৩ সালে Vortex Flow, ছাপা হলো গৌরবে,
২০২৪ Frontiers-এ এলো, Fin Size গবেষণা সবে।

আজও তিনি প্রফেসর রূপে, গণিত জগতে দীপ্তিমান,
বাংলাদেশ ম্যাথ সোসাইটিতে LM–129–এর সম্মান।
--------------------------------------------------


০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।