প্রিয় স্যার, অধ্যাঃ সাইফুল ইসলাম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রিয় স্যার, অধ্যাঃ সাইফুল ইসলাম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে নবীন প্রজন্ম, শোনো ঝড়ো কণ্ঠে আজ!
এক অধ্যাপক আছেন, শিক্ষার দীপশিখায় দীপ্তিতাজ।
দিগধা গ্রামের মাটিতে জন্ম, সম্ভ্রান্ত কন্ঠে,
শৈশবের ছন্দে বাজে জ্ঞানের বজ্রগর্জনে।
নাটোরের হালসা মাটিতে লেখা, বাতাসে মধুর ঘ্রাণ,
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সুরের ঝরনা জ্বলে প্রাণ।
মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়—জ্ঞানরাশির লয়,
জাহাঙ্গীরনগরের বাংলার পাড়ায় উজ্জ্বল চিরন্তন দ্যোত।
ব্র্যাক, ঢাকার কলেজ—শিক্ষার পথে অনন্ত সংগ্রাম,
দিগধা প্রভাষক হয়ে ফিরলেন শৈশবের স্বপ্নের প্রমাণ।
কাপাসিয়া কলেজে ১৯৯৪ থেকে ২০২৩ অবধি,
দীর্ঘ ২৯ বছর ছড়িয়েছেন জ্ঞানের অমর দীপধ্বনি।
লালনের সুরে, বক্তৃতা ও আবৃত্তিতে জ্বলেছেন,
সংস্কৃতির জগতে অনন্য দীপ্তি ছড়িয়েছেন।
সমাজসংস্কৃতির আন্দোলনে ছিলেন অদম্য, অবিচল,
চা-খানায়, নৌবিহারে, ভ্রমণে—হাসির ঝলক, আনন্দের ঢল।
কাপাসিয়ার প্রতি হৃদয় ও ভালোবাসা অমর,
ছাত্রদের মনে জ্ঞানের আলোর ঝলক চিরন্তন ভোর।
ওহে প্রিয় স্যার, অবসর জীবনে সুখ, শক্তি, সমৃদ্ধি হোক,
আপনার ছোঁয়া, জ্ঞানের দীপ্তি, চিরকাল হৃদয়ে বাজুক শোক।
--------------------------------------------------------------------
০৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।