রাওনাটের প্রাক্তন কৃতি ফুটবলার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাটের প্রাক্তন কৃতি ফুটবলার
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------

মাঠে ঝড় উঠে—আবু দাউদ দৌড়ে ছুটে আসে,
পায়ের জাদুতে প্রতিপক্ষ ভয় পায়, স্তব্ধে পড়ে ঘাসে।
আলমগীর কুমু পাশে, সঙ্গী সে সদা হাসে,
ড্রিবলিংয়ে আলী আজগর পথ খুলে, বাতাসে ঢেউ ছাসে।

নুরুল আমীন বাচ্চু ছুটে আসে, চোখে আগুন জ্বলে,
গোলের স্বপ্ন বাঁধে মাঠে, ঝড়ের ঢেউ উড়ে ঘ্লে।
বাছির উদ্দিন দাঁড়ায়, রক্ষা করে প্রতিটি বল,
প্রতিপক্ষ হতবিহ্বল হয়, ভাঙে শক্তি, পড়ে শূন্য কোল।

মোবারক, আজিজুল, মস্তফা—পায়ে ঝড়ের গান বাজে,
মোতাহার, কাশেম—মাঠে জ্বলে নক্ষত্রের দীপ্তি সাজে।
খোদেনেওয়াজ, হারুন, মাসুম, মোরশেদ মামুন একত্রিত,
কবির সাইফুল উড়ে চলে, উন্মাদ বেলায় মাঠে বিজয়িত।

মনির, আনোয়ার, রফিকুল, শাহজাহান, বাবুল, হাবিবুর, কামাল, নাজমুল—
দলে একত্রিত, মাঠে ঝরে প্রাণের দুল।
বল পায়ে জাদু, পাসিংতে সুর, খেলা ধারাবাহিক সঠিক,
দলে ঐক্য, আত্মবিশ্বাস—অচল বাধা ভেঙে ঠিক।

আবু দাউদ, আলমগীর কুমু, আলী আজগর ভূঁইয়া—
নুরুল, বাছির, মোবারক, আজিজুল—উজ্জ্বল নক্ষত্রের ছাঁয়া।
মোতাহার, কাশেম, খোদেনেওয়াজ, হারুন, মাসুম, মোরশেদ মামুন,
কবির সাইফুল—ঝড়ের মতো উন্মাদ, মাঠে জ্বলে অনন্ত দহন।

দীর্ঘায়ু হোক তাদের জীবন, ক্রীড়ার কীর্তি অম্লান,
মাঠে খেলা, সাহসের বিদ্রোহী গান।
রাওনাটের সুনাম, মর্যাদা—বয়ে আনুক ঝড়,
আমরা শ্রদ্ধায় ভরা হৃদয় নিয়ে দাঁড়াই, গর্জে ঝড়।
-----------------------------------------------------


০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।