পথিকের প্রার্থনা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পথিকের প্রার্থনা
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
ওহে শুনো, ওহে বিশ্ব, জীবনপথের গান,
যুদ্ধ পথে পথিক এখন ক্লান্ত পরান।
দুপুরবেলায় সূর্য জ্বলে, দাহে তপ্ত ত্বক,
ছায়া খোঁজে বৃক্ষতলে, বালু যেন শক্।

দিগন্ত জুড়ে শুন্য শুধু, আঁধারীর রেখা,
তাকিয়ে থাকে পথিক তবু আশারই দেখা।
রাওনাটের ছেলেটিও চেয়ে আছে তাই,
মুক্তির শিখা দেখবে কবে উদয় আলোছায়।

সামসুল আরেফিন যেমন স্বপ্ন জাগায় প্রাণ,
তেমনি কত আত্মা চায় মুক্তিরই দান।
দুঃখে যারা পথ খুঁজে আঁধার ভাঙে আলো,
তাদের চোখে জাগে শুধু আশারই কালো।

জীবনযুদ্ধে বয়ে চলে ব্যথারই ধারা,
তবু বুকে বাঁধা থাকে নান্দনিক কারা।
মায়ার ভেতর কবিতা জ্বলে, মুক্তিরই গান,
ওহে বিশ্ব শুনে যাও পথিকের আর্তি জান।

--------------------------------------------------------


০৯-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।