নফস ও রূহ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
নফস ও রূহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
নফস (৩৬ বার) বলে চায় মনের বাসনা,
রূহ (২৩ বার) বলে আসে আলোর প্রাসনা।
নফস ভয়াল, লোভী, তৃপ্তি খুঁজে যায়,
রূহ শান্তি দান করে, ঈমানের ছায়া ছায়।
নফসে আম্মারাহ, পাপের পথে ভ্রান্তি,
লাওয়ামাহ তিরস্কার করে, কোরআনে আছে সতর্কি।
মুতমাইন্না নফস শান্ত, আল্লাহর সন্তুষ্টি পাই,
রূহ ফুঁকে দেওয়া আল্লাহ, জীবন-উৎসের দীপ জ্বাই।
নফস ধ্বনায় বাঁধে অহংকার ও অভিমান,
রূহ খুঁজে ন্যায় ও প্রেম, আল্লাহর প্রেরিত প্রাণ।
৩৬ বার নফসের গল্প কোরআনে বিদ্যমান,
২৩ বার রূহের আলো দেয় অন্তরে প্রাণ।
হে অন্তর, বুঝ পার্থক্য, নফস নয়ই চিরকাল,
রূহের সাথে মিলো, আলোর পথে হোক জাগাল।
যদি চাও মুক্তি, শান্তি, ভালোবাসার জল,
নফসকে জয় করো, রূহের আলোয় ভরো মন-মহল।
--------------------------------------------
১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।