তিরাতুল মোস্তাকিম
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তিরাতুল মোস্তাকিম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
ওহে হৃদয়, শুনে নাও স্রোতের ডাক,
পথ চলুক সরল, যেন অন্ধকারে নাহি শোক।
যদি তুফানে ভেসে মন হারায় দূরে,
আল্লাহর কোরআন ধরো, সত্যের আলো উজাগরে।

মোস্তাকিম পথ, সে দীপ জ্বলে অন্তরে,
ভ্রান্তির ছায়া মিলিয়ে দেয় শুদ্ধির ছন্দে।
পাপের ভারে ক্লান্ত হলে মনে করো রহমত,
প্রতি পদে মিলায় শান্তি, ভয় কেবল অশান্তি ধরমত।

হৃদয় হোক উদার, সতর্কতা হোক মূল,
সঠিক পথে চলা, চিরন্তন শান্তির দুল।
যারা ধরেছে এই সরল দিশার পথ,
তাদের জন্য উন্মুক্ত জান্নাতের আলো ঝল।

চল সরল পথে, ভয় কালে স্রোতে নয়,
তিরাতুল মোস্তাকিমই দেবে চিরন্তন দিশার রোশন রোয়ে।
--------------------------------------------


১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।