মুক্তির বীর, আতিকুল ইসলাম চৌধুরী
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মুক্তির বীর, আতিকুল ইসলাম চৌধুরী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
কাপাসিয়ার মাটিতে জন্মেছিল এক দীপ্ত দীপ,
মৈশন-মিয়া বাড়ির গৌরব, কমান্ডারের শ্রীপ।
কাপাসিয়ার কিশোর-ক্লাবের স্বপ্ন জাগানো ছেলে,
ছাত্রলীগের সভা-চক্রে কায়দে আযমে সেজেছে মেলে।
ঢাকার রঙিন শহরে শিক্ষা-জ্বালায় নিজেকে খুঁজে,
নজরুল কলেজের দিশায় পথপ্রদর্শক হয়ে ভুঁজে।
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভায় নেতৃত্বে আলো,
যুদ্ধের মাঠে বীরত্বের চিহ্ন রেখে গেছেন তিনি সবকলো।
ভূলেশসর, চিনাডুলি বাঘিয়া বিদ্যালয়, মৈশন ইউনিয়ন,
শিক্ষকের কণ্ঠে শিশুদের জীবনে আলো নিক্ষুন।
শিক্ষার নীড় গড়ে, ছাত্র হৃদয়ে আশা জাগান,
প্রতিটি পাথরে, প্রতিটি প্রানের স্পর্শে তিনি থাকান।
কাপাসিয়া উপজেলা জাগদল পরে বিএনপির আহ্বায়ক,
জনতার আস্থা, সমাজের সেবা—সবাই মনে রাখে তার শ্বাসে ধ্বাক।
মৃত্যু ১৫ মে, ২০১৫, নিজ ঘরে নীরবে বিদায়,
ছেলের চরণে, মেয়ে-কন্যার চোখে রয়ে গেল অমর এক স্বরযায়।
মাসুমা চৌধুরী সুমী, আতিয়া, মিশু—সন্তানের প্রমোদ,
আ ন ম শফিকুল ইসলাম জাকি—সন্তান-সন্ততি স্বর্ণরোদ।
মহান আল্লাহ হেফাজতে নিন, জান্নাতের আলোয় দীপ্ত হোক,
তার জীবন ও ত্যাগ আমাদের মন ও হৃদয়ে চির জ্বলে থাকুক।
----------------------------------------------------
১০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।