প্রজ্ঞার প্রতীক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রজ্ঞার প্রতীক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
শোনো হে, ইতিহাসের পাতায় রচিত আলো,
সিংহশ্রী ইউনিয়নের কৃতি সন্তান, শিক্ষার জ্যোতি স্বরূপ বলো।
মরহুম হাজী হোসেন আলী খানের জৈষ্ঠ পুত্র,
মরহুম হাজী জামাল উদ্দিন খানের কন্যার মতো সুগন্ধিত জন্মসূত্র।
বাবু বাজার আরমানী টোলা, পৈতৃক বাড়ির ছায়ায়,
প্রাইমারী- মাধ্যমিক শিক্ষা, কল্পনার বেলায়।
ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের আলো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে জ্ঞানরাশির জ্যোতি জ্বালো।
স্নাতক, স্নাতকোত্তর, সুনামের সাথে অর্জন,
জীবনের পথে শিক্ষার অমলিন দিশারন।
সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এক বছর শিক্ষকতা,
শিক্ষার্থীদের কাছে প্রিয় ‘আজিজ স্যার’ নামে স্বীকৃতি মাধুর্যতা।
ভাওয়াল বদরে আলম কলেজে অধ্যাপনা শুরু,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় জ্ঞান বয়ে চলা।
দুইবারের অধ্যাপনা, সততার নিদর্শন বহন,
সরকারি তিতুমীর কলেজে উদারচেতনা, ছাত্র-ছাত্রীদের মনে অনুরণন।
মোহাম্মদ আলী কলেজ টাঙ্গাইল, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহে,
শিক্ষার দীপ উজ্জ্বল, জীবনচর্যার পথে।
শেষ অধ্যক্ষ কবি নজরুল কলেজ, ঢাকা,
শিক্ষা ও নীতির আলোকে জীবন সাজালেন ধ্রুবক।
পরিবারে নীতিবান, সমাজে সততা ও প্রজ্ঞার প্রতীক,
কর্মময় জীবনে সত্যের পথে অবিচল অদ্বিতীয় নীতি।
ব্রেন স্ট্রোকের সাথে ১৩ দিনের লড়াই,
ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে প্রাণের খোঁজে ধৈর্য্য ধ্রুবাই।
০৩ জুলাই ২০২০, শুক্রবার, আনুমানিক বেলা ১২টা ২৫মিঃ,
দুনিয়ার মায়া ছেড়ে, না-ফেরার দেশে অনন্তের যাত্রায় হেঁটে গিয়েছিলেন।
ইন্নালিল্লাহি... রাজিউন, আমরা স্মরণ করি মিলিত হৃদি দিয়ে,
মাগফিরাত কামনা করি, জান্নাতের আলো হোক সমৃদ্ধি।
২০১৫-১৬ সালে সিংহশ্রী Friends For Society’র সংবর্ধনা অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে আসতেন, মুখে হাসি, চোখে জ্ঞানের দীপ্তি।
ছাত্র-শিক্ষক, বন্ধু ও সমাজের কাছে প্রিয়,
আজিজুল হক খান, শিক্ষার প্রদীপ, নীতিবান শিক্ষক, অনন্ত প্রিয়।
ছন্দে ছন্দে স্মৃতি বয়ে যায় নদীর মতো,
জীবন দার্শনিক আলো দিয়ে পথ দেখায় অমলান, অনন্তে।
অধ্যাপক, শিক্ষাবিদ, প্রজ্ঞার প্রতীক, প্রিয় আজিজ,
আপনার জীবন হয়ে উঠুক চিরন্তন শিক্ষার নিদর্শন, মানবতার দ্যুতি।
--------------------------------------------------
১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।