বিপ্লবী সূর্য
- মোঃ আমিনুল এহছান মোল্লা
বিপ্লবী সূর্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
দরদরিয়ার মাটিতে উন্মুক্ত প্রভাতে জন্ম,
১৯৭০ সালের শীতল ইতিহাসের নিশ্বাসে—
বঙ্গ তাজের পুত্র এক বিপ্লবী সূর্য,
যার অন্তরে জ্বলছে মানবতার অগ্নি ও ন্যায়ের দীপ।
পিতা তাজউদ্দীনের রক্তের স্রোত,
স্বাধীনতার অমল আলো বহন করে।
মা সৈয়দা জোহরা তাজুর মমতা,
নীতির দীপ্তি ও ন্যায়বোধের আলো জ্বালায়।
চার ভাইবোনের আলোকমণ্ডলে তিনি সবার ছোট,
শারমিনের কোমলতা, চিন্তাশীলতার জ্যোতি,
রিমির কলমে প্রজ্ঞার অমোঘ নৃত্য,
মাহজাবিনের হাসি, মানবিকতার অটল প্রতিফলন।
শিক্ষার পথে পা রাখে সেন্ট ফ্রান্সিসের সবুজ মাঠে,
ব্রিটিশ কাউন্সিলের "ও" লেভেলে জ্ঞানের দীপ্তি।
আমেরিকান বিশ্ববিদ্যালয়—ব্যাচেলর অব বিজনেস,
গর্ডন বিশ্ববিদ্যালয়—মাস্টার্সের দীপ্তিময় প্রজ্ঞা।
রাজনীতির অরণ্যে প্রবেশ,
২০০১, গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,
যুব শক্তিকে আলোড়িত করে, বিপ্লবী সঙ্গীতের তালে।
২০০৮, পুনঃনির্বাচন,
সংসদে অটল অঙ্গীকার, দেশের ন্যায় ও মুক্তির পথে।
২০০৯ সালের ৬ জানুয়ারি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব,
৩১ মে ব্যক্তিগত কারণে পদত্যাগ, তবু বিপ্লবী স্পৃহা অমলিন।
২০১২, সংসদ থেকে পদত্যাগপত্র,
৭ জুলাই গ্রহণ, নিয়মের খুঁটিনাটি অতিক্রম।
রাজনীতি ও নীতিবোধের দর্শন,
এক জীবনের অধ্যায় হয়ে ইতিহাসে অমোঘ চিহ্ন।
২০১৯ সালের ১৮ জুলাই, ‘হটলাইন কমান্ডো’—
সামাজিক সমস্যার আলোকে জাগ্রত করার মঞ্চ।
বার্তা, দৃষ্টি ও বাস্তবতার সমন্বয়,
প্রতি পর্ব জনতার অন্তরে আলোকবর্তিকা হয়ে ওঠে।
বঙ্গ তাজের পুত্র, এক বিপ্লবী সূর্য,
দরদরিয়ার মাটি থেকে বিদেশী শিক্ষার দীপ্তি,
রাজনীতি ও সমাজসেবার সঙ্গমে—
এক জীবনের কাব্য, যা অন্ধকার ভেদ করে
আলো ও বিপ্লবের ঝংকার ছড়ায়।
--------------------------------------------------------------
১৫-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।