চিকিৎসার প্রদীপ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

চিকিৎসার প্রদীপ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
চিকিৎসার প্রদীপ তুমি, রাওনাট পশ্চিম পাড়া মোল্লা বাড়ীর আলো,
মৌলভী আহাদ আলী মোল্লাহর ছোট ছেলে, পথিক মানবতার।
শৈশব থেকেই হৃদয়ে ধারণ করেছো করুণা ও নীরব প্রজ্ঞা,
জ্ঞান অর্জনের পথে অদম্য চেষ্টা, চিরন্তন আলোর ছোঁয়া।

কত বাড়ী, কত পথ হেটে দিবা নিশী, ধৈর্য ও দায়িত্বে সিক্ত,
মানব কষ্ট বিনা স্বার্থে শিথিল করেছো প্রেম ও প্রজ্ঞায়।
শিশু, বৃদ্ধ, মা—সবাই পায় তোমার ছায়ায় আশার দীপ,
হাতের স্পর্শে মিলায় ব্যথা, দুঃখের অন্ধকারে আলো জ্বেলে।

শিক্ষা শেষে সরকারি চাকুরি করলেও, সেবা থামেনি কখনো,
গ্রামের একমাত্র ভরসা, চিকিৎসার প্রদীপ হয়ে দাও আলো।
মানবতার পথে চলেছো তুমি, নির্ভীক প্রেরণার উৎস,
বিনা অর্থ, বিনা স্বার্থ—স্পর্শে জন্মায় শান্তির ঝর্ণা।

নম্র, ভদ্র, বিনয়ী সেবকের মূর্তপ্রতীক তুমি,
অশ্রু ঝরানো চোখে আঁকেছো আনন্দের রেখা।
প্রতিটি মুহূর্তে জন্ম দাও করুণা ও আলোর ছায়া,
ধৈর্য তোমার নদীর মতো, গভীর, চিরন্তন বিস্তৃত।

জীবনের ক্ষুদ্রতম কণাও আলোকিত তোমার নৈতিকতা,
তুমিই গ্রামের আশা, শান্তি ও সেবার প্রতীক।
সবাই তোমারেকে ডাঃ আমির হোসেন নামে ডাকেই,
স্বপ্নের দীপশিখা জন্ম দাও হৃদয়ে, অন্ধকার ছাড়াও।
চিরকাল রবে চিকিৎসার প্রদীপ—মোঃ আমির হোসেন মোল্লা।
-------------------------------------------------------------


১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।