পথপ্রদর্শক
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পথপ্রদর্শক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************

রাওনাট পঞ্চাত বাড়ীর গর্ব, কাপাসিয়ার কৃতি সন্তান,
জন্ম ১৯৬০ সালে, জ্ঞানের অমল ধ্যান।
পিতা আলহাজ্ব মমতাজ উদ্দিন সরকারের ছায়ায় গড়া,
মাতা হনুফা খাতুনের মমতায় চরিত্র অমলিনী বোনা।

B.A., B.Ed., LLB-এর জ্যোতি হাতে,
শিক্ষা ও ন্যায়ের দীপশিখা আলোকিত করে হৃদয়ের বাতাসে।
ভাওকাদী স্কুলে সহকারী শিক্ষক হিসাবে প্রথম পদে,
পাবুর গালস স্কুলে প্রধান শিক্ষক হয়ে সমাপ্ত কর্মজীবন শ্রেষ্ঠ।

শ্রেণিকক্ষে বসে পাঠাতেন কাব্য ও চিন্তার আলো,
অক্ষরের নদীতে ভাসাতেন মানবতার অমল ধারা।
প্রখ্যাত বাংলা সাহিত্যের শিক্ষক, জ্ঞানের অনল দীপ,
শব্দে শব্দে বাঁধতেন ছাত্র-ছাত্রীদের চিন্তার নীড়।

প্রধান শিক্ষকের মর্যাদা, মানবিক গুণে পূর্ণ,
শিক্ষা আর সাহিত্যের আলোয় ভরা তার জীবন চিরন্তন।
অক্ষরের স্রোতে বাঁধতেন দার্শনিক চিন্তার তরী,
করুণার হাত ধরে খুঁজতেন মানবতার অমলিনী।

রাওনাটের ছেলে, সাহিত্যের চিরদীপ,
শব্দের জ্যোতিতে আলোকিত করতেন জীবনের বিভূতি।
শ্রদ্ধার মুকুট মাথায়, কলমে অমল দ্যুতি,
বাংলা সাহিত্যের দীপালী, শিক্ষার পথপ্রদর্শক অমলিন।

অনলবর্ষি বক্তা, প্রজ্ঞার অগ্নি ছড়িয়ে,
জীবনের পথে প্রেরণার দীপ জ্বেলে অমলিন তরে।
অক্ষরে অক্ষরে, ছন্দে ছন্দে চিন্তার প্রলেপ,
ছাত্র-ছাত্রীদের হৃদয় বানায় জ্ঞানের অনন্য গৃহ।

পিতার আদর্শে বাঁধা, মাতার মমতায় মোড়ানো,
প্রতিটি পদক্ষেপে শিক্ষা ও ন্যায়ের দীপ্তি ভাসানো।
ভাওকাদী থেকে পাবুর গালস, কর্মজীবনের ধারায়,
জ্ঞান, সাহিত্য ও মানবতার স্রোত বয়ে গেছে অবারিত আকাশে।

রাওনাট পঞ্চাত বাড়ীর গর্ব, কাপাসিয়ার কৃতি সন্তান,
বাংলা সাহিত্যের দীপালী, শিক্ষার অমল প্রতীক তুমি।
-------------------------------------------------


১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।