স্যালুট, হে রেমিট্যান্স যোদ্ধা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

স্যালুট, হে রেমিট্যান্স যোদ্ধা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
স্যালুট! তোমাদের, হে রেমিট্যান্স যোদ্ধা,
হৃদয়ে মাতৃভূমি, চোখে স্বপ্নের আল্লাহর আলো।

বিদেশের কঠিন বাতাসে হার মানো না কখনো,
অদম্য সাহসে গড়ো তুমি দেশের মণি, অমলিন চিহ্ন।

প্রতি রেমিট্যান্সে লুকানো আছে ভালোবাসা, প্রেরণা, আশা,
যা দেশে পৌঁছায় আলো, ঘর-বাড়ি, শিক্ষার ছায়া।

ঘামে ভিজে হাত, পরিশ্রমের চিহ্ন অম্লান,
সবই দেশের জন্য, তুমি হে বীর, অনন্ত, অপ্রতিরোধ্য।

হে ফানুসের আলো, তবু তুমি অদৃশ্য নয়,
তোমার ত্যাগের প্রতিটি রেখা জ্বলুক জাতির বুক জুড়ে।

মায়ের দোয়া, পিতার আশীর্বাদ সঙ্গে আছে,
বিদেশের একা পথে তুমি অগ্রসৈনিক, দেশের গর্ব।

শহর-গ্রামের আঁচলে জ্বলে সাহসের অমল বন্ধন,
রেমিট্যান্সের নদী বয়ে যায় মাতৃভূমির বুক জুড়ে।

প্রত্যেক টাকায় লেখা তোমার মমতার হুস্ন,
প্রতি শ্রমের ঝাপসা জ্বলে আশা, আলোর ছোঁয়া।

বিদেশী পথে তবু তুমি শক্তিশালী মনোবল,
তুমি হে বীর, হে দেশের অগ্রসৈনিক, চিরন্তন।

আজ তোমার সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতার ছায়া,
তোমার নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়।

স্যালুট! তোমাদের, হে রেমিট্যান্স যোদ্ধা,
যে দেশের নাম উজ্জ্বল করো, থাকো অনন্ত চিহ্ন।

ঘামে ভেজা হাত, রক্ত-মিশ্রিত পরিশ্রম,
সবই দেশের জন্য, তবু তুমি বিনম্র, নম্র, অদম্য।

প্রত্যেক রাতের নিদ্রাহীন যুদ্ধে তুমি জ্বল,
প্রতি সকালে জন্মায় নতুন আশা, নতুন দিগন্ত।

হে দেশের অগ্রসৈনিক, তুমি অনন্য, অমল,
প্রতিটি রেমিট্যান্সে জ্বলুক মাতৃভূমির আলো।

আজ, আমরা করি তোমার প্রতি কৃতজ্ঞতার গান,
স্যালুট! হে রেমিট্যান্স যোদ্ধা, দেশের অহংকার।
-------------------------------------------------------------


১৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।