বিষ্ময়কর আলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিষ্ময়কর আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
ওহে শুনো, রাওনাটের মাঠের মণি আলো জ্বলে,
৩১ শে আগস্ট ১৯৬৭ জন্ম, হৃদয় জ্বালো, চেতনায় ভরে।
ছয় বিষয়ে লেটার মার্ক, বিদ্যার দীপ্তি বহে বহে,
এস.এস.সি ১৯৮২, রাওনাটের ইতিহাসে চির অমল আলে।

মোঃ গোলাম মোস্তাফা আকন্দ, পিতাঃ আঃ লতিফ আকন্দ,
মাতাঃ সায়মন বেগম, প্রকৃতির প্রেমে মন ভাসে ভাসে।
রাওনাট গ্রামের মেধাবী সন্তান, শিক্ষার আলো জ্বেলে,
কৃষকের প্রতি হৃদয়দ্রব, মানবসেবায় জীবন নিবেদিত।

রসায়নবিদ্যায় পারদর্শী, কর্মবাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা,
কৃষি, শিক্ষা, ধর্মীয় কাজে স্বপ্ন নিবেদিত, চেতনার দীপ্তি প্রবাহে।
শিক্ষকেরা আনন্দে আত্মহারা, ফুলেল শুভেচ্ছা চারিপাশ,
আজও কেউ ভাঙতে পারেনি তার রেজাল্ট, অমল আকাশ।

বিষ্ময়কর আলো, রাওনাটের গৌরব, চিরন্তন দীপ্যমান,
চিন্তা ও কর্মে উদ্ভাসিত, হৃদয়ে শান্তিময় মান।
যে ছাত্র আলো, যে মনোভাব বিদ্রোহী, চেতনার উদার,
তার ছায়ায় গড়ে ওঠে স্বপ্ন, জাগে নতুন আকাশ, নতুন কার।

সে দোয়া চায় সকলের নিকট, হৃদয় থেকে উষ্ণ সঞ্চার,
মানব কল্যাণে, আলোর পথে, যেন ছড়ায় জ্ঞানের পার।
প্রকৃতির কোলে বসে ভাবনা, নদী, মাঠ ও আকাশের ছায়া,
তার মন কাব্যিক, দার্শনিক, আলোর সন্ধান উন্মোচায়।

রাওনাটের মাটি, মানুষ, প্রকৃতি, শিক্ষা—সব মিলিত সঙ্গ,
মোঃ গোলাম মোস্তাফা আকন্দের আলো, বিশ্বে ছড়ায় চিরন্তন বঙ্গ।
বিষ্ময়কর আলো, মেধা, মানবিকতা, প্রকৃতি প্রেম ও দোয়া,
জ্ঞান ও স্বপ্নের স্রোতে, আলোর সন্ধান চিরন্তন রূপে খোঁজা।

-----------------------------------------


১৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।